ব্যবহারের শর্তাবলী
নিম্নে বর্ণিত শর্তসমূহ MAGENDA প্রকল্পের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে প্রযোজ্য। ওয়েবসাইটটি প্রকল্পের সদস্যদের (এখানে ‘পার্টনার‘ নামে উল্লেখিত) দ্বারা পরিচালিত এবং তাদের মালিকানাধীন।
ওয়েবসাইট ব্যবহারের নীতিমালা
এই ওয়েবসাইটে প্রবেশ ও ব্যবহার করার মাধ্যমে আপনি ঘোষণা করছেন যে, আপনি এখানে বর্নিত শর্তাবলী পড়েছেন, বুঝেছেন এবং সেগুলোর সাথে সম্মত হয়েছেন। যদি আপনি এই শর্তাবলীর সাথে সম্মত না হোন, অনুগ্রহ করে অবিলম্বে ওয়েবসাইট ত্যাগ করুন। প্রকল্পের সদস্যগণ (পার্টনারগণ) ওয়েবসাইট ব্যবহারের শর্তাবলী পরিবর্তন, সংশোধন বা হালনাগাদ করার পূর্ণ অধিকার সংরক্ষণ করেন। যেকোনো পরিবর্তন এই ওয়েবসাইটে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে। পরিবর্তনের পরও আপনি ওয়েবসাইট ব্যবহার অব্যাহত রাখলে তা আপনার পক্ষ থেকে নতুন শর্তাবলীর প্রতি সুস্পষ্ট সম্মতি হিসেবে গণ্য হবে।
কন্টেন্টের দায়বদ্ধতা
সেবা প্রদানকারী হিসেবে, আমরা প্রকল্পের সদস্যগণ এই ওয়েবসাইটের প্রকাশিত সকল কন্টেন্টের জন্য আইনত দায়বদ্ধ। তবে, আমরা অন্যদের দ্বারা প্রেরিত বা সংরক্ষিত কোনো তথ্য নিয়মিতভাবে পর্যবেক্ষণ করি না এবং কোনো আইনি কার্যক্রম নিজে থেকে অনুসন্ধান করার বাধ্যবাধকতাও আমাদের নেই।
এই ওয়েবসাইটের প্রদর্শিত সমস্ত কন্টেন্ট MAGENDA প্রকল্প ও এর পার্টনারদের একচ্ছত্র মালিকানাধীন এবং সংশ্লিষ্ট মেধাস্বত্ব আইন দ্বারা সুরক্ষিত।
লিঙ্ক ব্যবহারের দায়বদ্ধতা
আমাদের ওয়েবসাইটে তৃতীয় পক্ষের ওয়েবসাইটের লিঙ্ক থাকতে পারে। যেহেতু আমরা সেই ওয়েবসাইটগুলোর কন্টেন্ট পরিচালনা বা নিয়ন্ত্রন করি না, তাই তাদের বিষয়বস্তুর জন্য আমরা কোনোভাবেই দায়বদ্ধ নই। সংশ্লিষ্ট ওয়েবসাইটের কন্টেন্ট ও ব্যবহারের পূর্ণ দায়িত্ব তাদের মালিক এবং প্রশাসকের উপর বর্তায়। আমরা লিঙ্ক অন্তর্ভুক্ত করার পূর্বে সম্ভাব্য আইনি ঝুঁকি পর্যালোচনা করি এবং সে সময়ে কোনো অবৈধ কন্টেন্ট চিহ্নিত হয়নি।
তবে, আমরা নিয়মিতভাবে সকল তৃতীয় পক্ষের ওয়েবসাইট পর্যবেক্ষণ করি না। কোনো অভিযোগ পাওয়া গেলে বা অবৈধ কন্টেন্ট সম্পর্কে অবগত হলে আমরা দ্রুত সংশ্লিষ্ট লিঙ্ক অপসারণের ব্যবস্থা গ্রহন করব।
কপিরাইট
এই ওয়েবসাইটে প্রকাশিত সকল কন্টেন্ট সাইটের মালিক কর্তৃক তৈরী এবং তা বেলজিয়ামের কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। ওয়েবসাইটে প্রদত্ত কন্টেন্ট নকল করা, পরিবর্তন করা, বিতরন করা কিংবা কপিরাইট আইনের সীমার ব্যবহার করা যাবে না। এসবের জন্য কন্টেন্ট মালিকের লিখিত অনুমতি আবশ্যক। ওয়েবসাইটের কন্টেন্ট শুধুমাত্র ব্যক্তিগত কিংবা অ-ব্যবসায়িক প্রয়োজনে ডাউনলোড বা প্রতিলিপি তৈরী করা যেতে পারে।
যে সকল কন্টেন্ট ওয়েবসাইটের মালিক দ্বারা তৈরী নয়, সেগুলো তৃতীয় পক্ষের কপিরাইট সুরক্ষার আওতাভুক্ত এবং আলাদাভাবে চিহ্নিত থাকে। তবুও, যদি কোন ব্যবহারকারী কপিরাইট লঙ্গনের ঘটনা লক্ষ্য করেন, অনুগ্রহ করে আমাদের অবহিত করুন। কোনো কপিরাইট লঙ্গন সম্পর্কে অবগত হলে সংশ্লিষ্ট কন্টেন্ট যত দ্রুত সম্ভব ওয়েবসাইট থেকে অপসারন করা হবে।
ব্যক্তিগত তথ্য
এই ওয়েবসাইটে প্রদত্ত প্রকল্প পার্টনারদের ব্যক্তিগত তথ্য শুধুমাত্র প্রকল্প-সংক্রান্ত উদ্যেশ্যে ব্যবহারের জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে। উক্ত তথ্য অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং আইনত দন্ডনীয়।
এই ওয়েবসাইট বা প্রকল্পে ব্যক্তিগত তথ্য কীভাবে প্রক্রিয়ান্বিত করা হয় সে বিষয়ে জানতে ইচ্ছুক হলে অনুগ্রহপূর্বক ReadLab Brussels-এর সাথে যোগাযোগ করুন। প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার হলেন Mónika-Daniela Cosma)।[email protected].
গাযোগের ডাক ঠিকানাঃ ReadLab Brussels, Rue du Collège 27, 1050 Brussels, Belgium, প্রাপকঃ Ms. Mónika-Daniela Cosma।
অনআইন কন্টেন্ট ব্যবহারের নিয়মাবলী
ওয়েবসাইট ব্যবহার করার সময় প্রযোজ্য সকল আইন ও বিধিবিধান মেনে চলতে বাধ্য থাকবেন। একইসাথে, আপনি সম্মত হচ্ছেন যে এই ওয়েবসাইটে কোনো ক্ষতিকর, অবৈধ বা অনুপযুক্ত কন্টেন্ট পোস্ট করবেন না। বিশেষভাবে নিম্নলিখিত কর্মকান্ড নিষিদ্ধ:
- এমন কোনে কন্টেন্ট পোস্ট করা যা কারো প্রতি অপমানজনক, হুমকিস্বরুপ বা বিদ্বেষমূলক।
- কোনো প্রকার হয়রানিমুলক বক্তব্য বা দেশের আইন লঙ্ঘনকারী কার্যকলাপ।
- অবৈধ্য কর্মকান্ডের পরিকল্পনা, প্রচারণা বা আলোচনা।
- অন্য কারও কপিরাইট, ট্রেডমার্ক, বা গোপনীয় ব্যবসায়িক তথ্য লঙ্ঘনকারী কন্টেন্ট পোস্ট করা।
- কোন রাজনৈতিক দলের সাথে সরাসরি বা পরোক্ষভাবে সর্ম্পকিত কন্টেন্ট প্রকাশ।
- অশ্লীল, অশালীন, বা পর্নোগ্রাফিক ভাষা, ছবি কিংবা উপকরণ প্রকাশ।
- বিজ্ঞাপন, বাণিজ্যিক প্রচারণা, অথবা অনুমোদনহীন ওয়েবসাইট লিংক শেয়ার।
- কোনো ধরনের আইন-বহিভূত কন্টেন্ট পোস্ট করা।
- ইচ্ছাকৃতভাবে অসম্পূর্ণ, বিভ্রান্তিকর কিংবা ভ্রান্ত তথ্য প্রকাশ।